রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ
কুমিল্লা জেলার লাকসাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: এনায়েত উল্লাহ (এফ.সি.এ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঢাকা আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত বুধবার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্ট এ নেওয়া হয়েছিল। লাইফ সাপোর্টে থাকাকালীন আজ রবিবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন।
তার পরিবারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্নীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকায়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।