স্টাফ রিপোটার লালমনিরহাট:
গত ২৪ ঘন্টায় লালমনিরহাটে ১০ জন করোনায় অাক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন, সিএস অফিস।
শনিবার ২৫ জুলাই লালমনিরহাট সিএস অফিস জানান, লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫,অাদিতমারীর ২,হাতীবান্ধার ১ ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার ২ জন করোনায় অাক্রান্ত হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত হয় । জেলায় করোনা রোগীর সংখ্যা ৩২৮ জন এদের মধ্যে ২০৪ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন। ৪ জন মারা গেছে।