নইন আবু নাঈম, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় একটি চোরাই মটর সাইকেল সহ চোর চক্রের হোতা রাজু হাওলাদার (২৬) কে আটক করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার নলবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করে শরণখোলা থানায় সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার চাল রায়েন্দা গ্রামের রাজ্জাক হাওলাদারের পুত্র চিহ্নিত মটর সাইকেল চোর চক্রের হোতা রাজু হাওলাদার সোমবার দুপুরে উপজেলা সদরের পাঁচ রাস্তা মোড়ের গাজী ভিলা থেকে শাহজাহান গাজীর পুত্র র্যাভেন গাজীর সুজুকি মটর সাইকেলটি কৌশলে খুলে নিয়ে চলে যায়। গাড়িটি নিয়ে যাবার সময় পথিমধ্যে র্যাভেনের মামা হাসান মুরাদ বাবু গাড়িটি চিনতে পেরে কৌশলে তাকে ধরে ফেলে।
আটক রাজু এর আগেও দুইবার মটর সাইকেল চুরি মামলায় বাগেরহাটে জেল হাজতে ছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়াও এলাকার ছোট খাট চুরি ও মাদক ব্যবসার সাথে সে জড়িত বলে এলাকাবাসী জানায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, আটককৃত রাজু এর আগেও দুই দুই বার চোরাই মটর সাইকেল সহ গ্রেফতার হয়েছিল। শরণখোলায় সম্প্রতিক কালে বিভিন্ন বাড়ীতে চুরি ও মাদক ব্যবসা রহস্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।