হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগীতে বন্যার পানিতে ডুবে লাভলু (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে পাশ্বর্তী শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামের আব্বেছ আলীর ছেলে। চার বন্ধু মিলে ২৪ জুলাই বিকেলে বন্যার পানি দেখতে এসে গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এমৃত্যুর ঘটনা নিয়ে এ পর্যন্ত শেরপুর জেলায় বন্যার পানিতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় পানিতে ডুবে ৩জন, শ্রীবরদীতে পানিতে ডুবে ১জন ও নকলায় পানিতে ডুবে ১ এবং মাছধরতে গিয়ে সাপের কামড়ে ১জনের মৃত্যু হয়েছে।