1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর বাঘড়ায় ২’শত পরিবার বন্যার পানিতে বন্দি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ! ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান বাংলাভাষা ভারতে ধ্রুপদী স্বীকৃত,  বাংলাদেশেও স্বীকৃতি চাই পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা বন্ধে ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬ শিক্ষকদের সন্মান জানালো মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঠাকুরগাঁও – ২ আসনের ৭বারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার । প্রত্যাশিত ফলাফল অর্জনকারীদের বৃক্ষ উপহার দিলো জিনিয়াস আইডিয়াল স্কুল

শ্রীনগর বাঘড়ায় ২’শত পরিবার বন্যার পানিতে বন্দি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১৩৭ বার

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় প্রায় ২’শত পরিবার এখন বন্যার পানিতে বন্দি হয়ে পরেছে। পদ্মা নদীর তীর ঘেসা বাঘড়া ইউনিয়নের ১নং ও ৪নং ওয়ার্ডে তালুকদার বাড়ি নামক খালের ওপর স্থানীয় বাসিন্দা আজিজ খান, রুবেল খান, জব্বর, সাজেদা, রফিক মিয়া, খালেক, আব্দুল সাত্তার, রফিক, কামাল কাজী, ইউসুফ কাজী, আক্তার কাজীসহ অনেকেই খাল বাঁধ দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করায় বন্যার পানি এখন আবাসিক এলাকায় ঢুকে পরছে বলে অভিযোগ উঠেছে। এতে করে করোনা মোকাবেলায় নি¤œ আয়ের মানুষগুলো পানি বন্দি হয়ে আরোও বেকায়দায় পরে। এতে করে গত বৃহস্পতিবার ওই এলাকার পানি বন্দি পরিবার গুলোর কাছে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তালুকদার বাড়ি খালটির বিভিন্ন স্থানে ২০-২৫টি বাঁধ দিয়ে রাখা হয়েছে। ওই বাঁধগুলো স্থানীয় বসত বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও কাঁঠাল বাড়ির ইট সলিং রাস্তাটি ওই খালের ওপর দিয়ে নির্মাণ করায় খালে পানি চলাচলে বাঁধাগ্রস্ত হচ্ছে। বাঘড়া এলাকার তালুকদার বাড়ি নামক খালটি একদিকে পদ্মা নদী অপরদিকে সরাসরি আড়িয়লবিলের সংযোগ স্থল হিসেবে পরিচিত। এলাকার গুরুত্বপূর্ণ এই খালে ব্যক্তি স্বার্থে এসব বাঁধ দেয়ার কারণে খালে পানি প্রবাহে বাঁধাগ্রস্ত হচ্ছে। খালে পানির চাপ থাকায় এলাকার বিভিন্ন রাস্তা ও বসত বাড়িতে এখন পানি ঢুকে পরে। এতে করে বাঘড়া এলাকার প্রায় ২’শত বসত বাড়ির উঠোনে হাঁটু ও কোমর পানি দেখতে পাওয়া গেছে। পানি বন্দি কয়েক হাজার মানুষ এখন চরম দুর্ভোগের স্বীকার। অন্যদিকে বাঘড়া বাজারেও বন্যার পানি ঢুকে পরায় দোকানী ও স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। লক্ষ্য করা গেছে এলাকার প্রায় পাকা/কাঁচা রাস্তাই এখন পানি নিচে। বয়স্ক নারী পুরুষসহ শিশুরাও জামা কাপড় ভিজিয়ে প্রায় কোমর পানি ভেঙে তারা প্রয়োজনীয় কাজকর্ম করছেন। দুর্ভোগ লাঘবে অনেকেই বাড়িতে বাড়িতে বাশের সাকো নির্মাণ করে স্থানীয়দের পরাপার হতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, তালুকদার বাড়ি খালের ওপর একাধিক বাঁধ থাকায় হঠাৎ বন্যার পানি বন্দির স্বীকার হচ্ছেন তারা। পদ্মা নদীতে পানির চাপ বেশী থাকায় স্থানীয় খালের ওপরেও তার প্রভাব পরেছে। যদি খালে বাঁধ না থাকতো, তাহলে তারা পানি বন্দি হয়ে পরতেনা বলে অভিযোগ করেন। অপর একটি সূত্র জানায়, এলাকাবাসী খালের বাঁধ অপসারণের দাবী জানালে বাঁধ নির্মাণকারীদের তোপের মুখে পরেন তারা।
বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে তিনি বলেন, শুক্রবার সকালে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও আক্কাস মেম্বার কে বাঁধ কাটার জন্য বলেছি। এপর্যন্ত কয়েকটি বাঁধ কাটা হয়েছে। এছাড়াও জনসাধারণের চলাচলে ওই খালের ওপর একটি ইটের রাস্তা রয়েছে। পানি নিস্কাশনের জন্য ইউএনও স্যারের আদেশক্রমে আগামীকাল রাস্তার কিছু অংশ কাটলে পানি আড়িয়লবিলের দিকে চলে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম