1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে কৃষকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

সাভারে কৃষকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ২২০ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার সাভারে হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকা থেকে অজ্ঞাত এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সাভারের পদ্মারমোড়ে শ্রমিকরা দিনমজুর কাজের সন্ধানে যায়। কৃষি ক্ষেতে কাজ করার সময় ওই নিহত ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাথেই মারা যান। এ ঘটনায় সঙ্গীয় অন্যান্য শ্রমিক তাকে আবার পদ্মারমোড় এলাকায় এনে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুলতান হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত ওই শ্রমিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net