সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মুখ মন্ডল ফুলে বীভৎস হয়ে যাওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর ১২ টায় উপজেলার উত্তর বাঁশবাড়ীয়ায় সাগর উপকূলে অজ্ঞাত পুরুষের (৪৫) লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক মো.ইলিয়াছ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,”আমরা মুখে চাপা দাঁড়ি ও গায়ে নীল শাট পরিহিত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।
প্রাথমিকভাবে ধারণা করছি কেউ হত্যা করে যুবকের লাশটি কেউড়া বাগানে এনে ফেলেছে। যুবকের মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সুরতহাল রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানতে পারবো।