অশোক দাশ, চট্টগ্রাম:
“মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছে, সেই সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নির্দেশনায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার ৭ জুলাই দিনব্যাপী পৌরসদরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও ছাত্রলীগ কর্মীদের নীকট গাছের চারা বিতরন করা হয়।
দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান মেজবা, আমজাদ হোসেন বাবলু, মিজানুর রহমান জীবন, মহিউদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা অপু, জ্যোর্তিময় রূপন, জুলকার,,তোষার, সম্রাট, নিশান, প্রমিত, জাফর, শৈশব, সৌরভ, তন্ময়, আতিক প্রমুখ।