অশোক দাশ সীতাকুণ্ড চট্টগ্রাম:
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে ধার দেওয়া টাকা ফেরত চেয়ে দেশ ছেড়ে যাওয়ার হুমকি পেলেন সীতাকুন্ডের সাংবাদিক শেখ সাইফুল।
তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি। এ ঘটনায় কামরুল ইসলাম সাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় কামরুল ইসলাম ২ মাসের মধ্যে পরিশোধের কথা বলে সাংবাদিক শেখ সাইফুলের কাছ থেকে ২০১৫ সালের মে মাসে ২ লাখ টাকা ধার নেন। অভিযুক্ত ব্যক্তি ঢাকা থাকার কারণে তার মাতা ও বোনের স্বামী মো. কামাল উদ্দিনকে (বর্তমানে মৃত) টাকাগুলো বুঝিয়ে দিতে বলে। সেই মতে ব্র্যাক ব্যাংকের একটি চেকের মাধ্যমে ২ লাখ টাকা বুঝে নেন তারা।
কিন্তু পরবর্তীতে এই ধারের টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি কালক্ষেপণ করতে থাকে। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও ঢাকা হতে আসলে টাকা পরিশোধ করবে বলে ঘোরাতে থাকে। ইতিমধ্যে একাধিকবার উক্ত ব্যক্তির বাড়ি আসার খবর পেয়ে তার নিজ বাড়িতে গিয়ে দেখা করেন সাংবাদিক সাইফুল। কিন্তু ঐ ব্যক্তি প্রতিবারই দুই/তিন দিন পর আসতে বলে টাকা না দিয়ে ঢাকা চলে যায়। এর মধ্যে গত ৩ জুন সাংবাদিক সাইফুলের পিতা অসুস্থ হয়ে চট্রগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হলে সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী অভিযুক্ত ব্যক্তিকে ফোনে টাকা গুলা দিতে অনুরোধ করেন। তখন তিনি সাংবাদিক জাহেদুল আনোয়ারকে পরদিন টাকা দিবে বলে আশ্বস্ত করে।
কিন্তু পরদিন হতে জাহেদুল আনোয়ার একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি তিনি।। এরপর গত ১ জুলাই সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেন সাংবাদিক সাইফুল। ৩ জুলাই সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিক কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্ল্যাহ, প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক সাংবাদিক সাইফুলসহ সাবুর পরিবারকে টাকাগুলো ফেরত দিতে অনুরোধ জানায়। সাবুর মা ছেলেকে ফোন দিতে বলেন। সেই মতে প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক কামরুল ইসলাম সাবুকে ফোন দিলে তিনি সাংবাদিকদের সাথে ফোনে দুর্ব্যবহার করেন। উপরের লেভেলে তার অনেক আত্মীয় আছে তাদের বলে সাইফুলকে দেশ ছাড়া করবে বলে হুমকি প্রদান করেন।
এব্যাপারে থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।