1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চৈতীর বিষাক্ত বর্জ্যে বিলের পানিতে প্রায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে টাকা ছাড়া দুর্গোৎসবে ডিউটি মেলে না আনসার সদস্যদের ! সকল দুস্কৃতিকারিদের ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র  শক্ত হাতে দমন করার আহ্বান — গণঅধিকার পার্টি (পিআরপি) অসুস্থ্য সাবেক এমপি দবিরুল ইসলাম কে দিনাজপুরে কারাগার থেকে নেওয়া হলো ঢাকা পিজি হাসপাতালে মন খুলে বর্তমান সরকারের সমালোচনা করুন’ : কক্সবাজারে প্রেস সচিব সুচিস্মিতা তিথি মাগুরায় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক প্রবারণা পুর্নিমা উপলক্ষে পশ্চিম গহিরায়ভালবাসার উপহার বিতরণ লাকসামে বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন– সভাপতি সফিকুল- সাধারণ সম্পাদক হুমায়ূন ,

সোনারগাঁয়ে চৈতীর বিষাক্ত বর্জ্যে বিলের পানিতে প্রায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১২৯ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
চৈতী কম্পোজিট নামের একটি কারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে কয়েকটি বিলের প্রায় কোটি টাকার মাছ মরে ভেসে উঠেছে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পৌরসভা বাগনাজিরপুর ও সনমান্দী ইউনিয়নের নাজিরপুর বিলে বিপুল এই ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। ভুক্তভোগীরা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, পৌরসভার গোয়ালদী গ্রামের করিম মাওলানার ছেলে আল আমিন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের লক্ষে গ্রামের ২০ জন যুবক ১.৮০ একর জমি ভাড়া নিয়ে একটি মৎস্য প্রকল্প শুরু করেন। তাদের প্রকল্পে বর্তমানে বিভিন্ন প্রজাতের প্রায় ৫০ লাখ টাকার রয়েছে। এ ছাড়া সনমান্দী ও পৌরসভার রিপন, বদরুজ্জামান, কামালসহ প্রায় ৩০ জন মৎস্য চাষি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ভুক্তভোগী আল আমিন জানান, মাছ চাষ করতে বিলের চারিদিকে নেট, খুটি, বাঁশ ও মাছের খাবারসহ এ পর্যন্ত ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। মৌসুম শেষে এ প্রকল্পের মাছ প্রায় দেড় কোটি টাকা বিক্রি করতে পারতেন। রোববার রাত দুটার সময় চৈতী কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের কারণে বিলের সমস্ত মাছ মরতে শুরু করে। বিলে রুই, কাতলা, চিতল, বোয়াল, কই, মাগুর ও সিলভারকার্প জাতীয় মাছসহ প্রায় ৩০ প্রজাতির মাছ ছিল। সব মাছ মরে ভেসে ওঠায় বিনিয়োগকারীরা এখন পথে বসেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, চৈতী কম্পোজিট প্রকাশ্যে প্রতিঘণ্টায় ৭০ হাজার গ্যালন বর্জ্য বিভিন্ন খাল, বিল ও নদে অবৈধভাবে নিষ্কাশন করছে। ইটিপির মাধ্যমে বর্জ্য শোধন ব্যয়বহুল বলে তা ব্যবহার করছে না। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপকক্ষ কারখানা পর্যবেক্ষণ করতে আসলে অল্প সময়ের জন্য ইটিপি চালু করে। পরে আবার বন্ধ করে দেয়।

সোনারগাঁ উপজেলা যুবলীগের সাকে সভাপতি গাজী মুজিবুর রহমান বলেন, বর্জ্য পানির দুর্গন্ধে বায়ু দূষণ সোনারগাঁয়ে ভয়াবহ রূপ লাভ করেছে। দূষণযুক্ত এলাকায় মানুষ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছে নানা প্রকার বিষ ও স্বাস্থ্যহানীকর উপাদান। এ কারণে বিভিন্ন দূরারোগ্য ব্যাধির প্রকোপ ক্রমবর্ধমান। বলা যায়, পরিবেশের সব মৌলিক উপাদানই কোনো না কোনোভাবে দূষণের শিকার। পরিবেশ দূষণের মাত্রা সহনশীল পর্যায়ে রাখার জন্য উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য হলেও কোনো ক্ষেত্রেই বর্জ্য ব্যবস্থাপনা কাঙ্খিত পর্যায়ে নেই।

এ ব্যাপারে চৈতী কম্পোজিটের জিএম মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, আমরা ইটিপি ব্যবহার করে শোধনকৃত পানি আমাদের নিজস্ব জমিতে ফেলছি।

সদ্য যোগদান করা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, আমি সোনারগাঁয়ে যোগদান করার পরপরই বিষাক্ত বর্জ্যে বিলের মাছ মারা যাওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম