শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : প্রায় লাখ টাকা ব্যায়ে জনস্বার্থে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌড়াস্তায় উপজেলা প্রশাসনের নির্মান করা পাবলিক টয়লেটটি কাজ শেষ হলেও চালু হয়নি। ফলে এলাকার জনগন কোন সুফল পাচ্ছেনা।
গেলোবছর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার অগ্রাধিকার ভিত্তিকে পাবলিক টয়লেট নির্মানের কাজ শুরু করেন। যথা সময়েই শেষ হয় কাজ। তবে ইউএনও বদলী হয়ে যাওয়ায় সেই পাবলিক টয়লেট আর পাবলিকের জন্য উস্মুক্ত হয়নি।
বর্তমানে টয়লেটের সামনে দুই পাশে দখলদারদের মাধ্যমে দখল হয়ে গেছে। পসরা সাজিয়ে বিভিন্ন দোকান পেতেছে কয়েকজন হকার। জনগনের অতিগুরুত্বপুর্ণ এই প্রকল্পটি এভাবে অবহেলায় অব্যবহৃত থাকায় ও দখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ।
তারা পাবিলক টয়লেটটি চালুর ব্যাপারে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হস্তক্ষেপ কামনা করেছেন।