শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ভাসছে শাহাপুর গ্রাম। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। প্রায় অধিকাংশ রাস্তাঘাট ও বাড়ির আঙিনা বেশিরভাগ জায়গায় পানির তলে তলিয়ে থাকে।
সোমবার, (২০ জুলাই ২০২০) সরেজমিনে দেখা গেছে জলাবদ্ধতায় সাহাপুর গ্রামবাসী পানি বন্দি অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি। তাদের অভিযোগ, আমাদের গ্রামের পানি যাওয়ার কোন রাস্তা নেই।
শাহাপুর গ্রামের আবদুল মোমেন বলেন, জনপ্রতিনিধিরা কোন খোঁজ খবর নিচ্ছে না। আমরা চরম ভোগান্তিতে আছি। এই পানি বের হওয়ার রাস্তা করে দিতে হবে আমাদের পক্ষে সম্ভব না সরকারি সহায়তা না পেলে।
স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মধু বলেন, যেখানে সমস্যার খবর পাচ্ছি সেখানেই সমাধানের চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও আমাদের এমপি লিয়াকত হোসেন খোকার নির্বাচনী ওয়াদা – ” গ্রাম হবে শহর “। সে লক্ষেই কাজ করছি।