শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “মুজিববর্ষ উপলক্ষে” সোনার বাংলা যুব কল্যাণ সংস্থ্যার উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ১ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
গতকাল সোমবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ।
জানা গেছে, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ কে রক্ষা করতে (মুজিববর্ষ) উপলক্ষে সবুজ বাংলাদেশর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।