শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছর রাউজানের বিভিন্ন স্থানে ৩০টি কোরবানীর পশুর হাট বসতেন এবার আগের বছরের তুলনায় কমিয়ে আনা হয়েছে।এবার রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণ ১৬টি স্থানে পশুর হাট বসবে।এসব কোরবানীর পশুর হাটে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সামজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে চলবে গরু- ছাগল বেচাকেনা।জানা যায়,২০ জুলাই থেকে এসব কোরবানীর পশুর হাটে বেচাকেনা শুরু হবে।১৬টি পশুর হাটের মধ্যে পৌরসভা এলাকায় সবচেয়ে বড় দু’টি পশুর হাট মিলবে।এরমধ্যে ঐতিহ্যবাহী ফকিরহাট বাজারের পশুর হাট বসবে এবার আদাল ভবনে সামনে।আরেকটি পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায়।আর ১৪টি কোরবানীর পশুর হাট বসবে ১৪টি ইউনিয়নের হাট বাজার গুলোতে।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, এবার আমরা কোরবানীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের চাপ কমাতে চাই।পাশাপাশি যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে, বয়স্ক ও ছোট ছেলেরা যাতে বাজারে না আসে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের দিক নিদের্শনা দিয়েছি।এবার আমরা প্রতিদিন পশুর হাট বসার অনুমতি দিয়েছি। যাতে ক্রেতার ভিড় না হয়।তিনি বলেন, কোন সড়কের উপর কোরবানীর পশুর হাট বসানো যাবেনা।এই জন্য রাউজান উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি নিয়েছে ।