সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : কিশোরগঞ্জের নিকলী হাওরের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মজিবুর রিকাবদারের ছেলে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদি (১৬) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ ১১ জুলাই শনিবার দুপুর ২টার সময় নিকলী বেড়িবাঁধ এলাকায় দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে শিবপুর থেকে ১০ জন বন্ধু মিলে নিকলী হাওরের বেড়াতে গিয়ে পানিতে গোসল করার সময় হঠাৎ পানির স্রোতে ভেসে যায় তিন বন্ধু। টায়ারের সাহায্যে দুই বন্ধু তীরে আসতে পারলেও মেহেদী নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৩ ঘন্টা অভিযান পরিচালনা করে তাঁর মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।