কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা পরিষদের কর্মচারীদের জন্য নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার ভবন উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
রোববার (২৬ জুলাই) দুটি প্রোগ্রামে হাটহাজারী ইউএনও মো. রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি ছিলেন- আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী। ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হয় চারতলা বিশিষ্ট উপজেলা পরিষদ আবাসিক ভবনটি।
হাটহাজারী ইউএনও মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলমগীর জামান, এডভোকেট মো. শামিম চেয়ারম্যান, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মো. মনজুরুল আলম, চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, উপজেলা প্রকৌশলী আশিক রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।