জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার,প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, পৌর মেয়র একে এম ইউছুপ আলী। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেসার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় কর্তৃক সুস্থ ও নিরাপদ অভিবাসনের জন্য বিভিন্ন প্রমান্য চিত্র, বিদেশ গমনের প্রাক্কালে করণীয়ও বর্জনীয়,বিদেশ গমনের পর করণীয় সহ বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।