মোঃ জাহিদ হোসেন,লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা
সদর অডিটরিয়াম হল সংলগ্ন এলাকায় প্রভাবশালী ব্যাক্তি পানি নিস্কাশনের
সরকারী ড্রেন বন্ধ করে দেওয়ায় ৪০ টি পরিবার ১ মাস থেকে পানি বন্দি হয়ে রয়েছে। ইউএনও
অফিসে অভিযোগ করেও সু ফল হয়নি, ফলে জনগনের দূর্ভোগ বাড়ছে। এসব
পরিবারে ৮০/৯০ বছর বয়সের পুরুষ মহিলা, প্রতিবন্ধি ও পঙ্গু সহ গৃহপালিত
পশু হাঁস মুরগী নিয়ে সীমাহীন দূভোর্গের শিকার
জানাগেছে, উপজেলা সদর প্রান কেন্দ্র অডিটরিয়াম হল সংলগ্ন এলাকায়
টিএনটি অফিস হয়ে উপজেলা পরিষদ যোগাযোগের একমাত্র পাকা আঞ্চলিক
সড়কের একটি রিং কালভাট স্থাপন করে পানি নিস্কাশনের জন্য প্রায় ১৫ বছর
পূর্বে বিভিন্ন মালিকানা জমির উপরে কোথাও পাকা কোথাও কাঁচা
একটি সরকারী ড্রেন নির্মান করা হয়। যাহা দীর্ঘদিন যাবত পানি
নিস্কাশন হয়ে আসেছিল। এমতাবস্থায় চলতি বর্ষা মৌসুমে রিং কালভাট
সংলগ্ন ব্যক্তি মালিকানা জমির মালিক প্রভাবশালী রবিউল ইসলাম ও সহযোগী
সমবায় অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী মোস্তাকিন রিং কালভাট ও
ড্রেনটির মুখ বন্ধ করে দেন। ফলে বর্ষা মৌসুমের শুরু থেকে দীর্ঘ ১ মাস
থেকে ৪০ টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। প্রত্যেকটি বাসায় জমে
আছে পানি যা নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। সম্প্রতি উপজেলা নির্বাহী
কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলেও রবিউল প্রভাবশালী ব্যক্তি হওয়ায় রহস্যজনক কারনে
কোন সুফল পাওয়া যায়নি বলে এলাকাবাসী আঃ সামাদ, আবু বক্কর, শরিফ
আহম্মেদ, মিল্টন, হামিদুল ও তসলিম সাংবাদিকদের জানান।
এ বিষয়ে ইউএনও সামিউল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি
অভিযোগের কথা শিকার করে বলেন, ইউপি চেয়ারম্যান কে সমস্যা সমাধানের দায়ির্ত্ব দেওয়া হয়েছে।