1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"কঠোর আইনশৃঙ্খলা বাহিনী' বনবিভাগের কঠোর নজরদারি সত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা সুন্দরবনের হরিণ শিকার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনুপাতিক নির্বাচন: কী, কেন এবং কোথায় চালু রয়েছে এই পদ্ধতি? ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে তেহরান দূতাবাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পিআর পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী শাখার দোয়া অনুষ্ঠিত ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর

“কঠোর আইনশৃঙ্খলা বাহিনী’ বনবিভাগের কঠোর নজরদারি সত্বেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা সুন্দরবনের হরিণ শিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২০১ বার

নইন আবু নাঈমঃ
বন্য প্রাণী শিকার আইনত দন্ডনীয় হলেও সেই আইন অমান্য করে করোনা পরিস্থিতির সুযোগে বনের অভ্যন্তরে প্রবেশ করে হরিণ শিকার করছে একটি চক্র। সুন্দরবনের বিভিন্ন প্রাণীদের মধ্যে মায়াবী চিত্রা হরিণ অন্যতম ও আকর্ষণীয়। বিগত কয়েক বছরে বনবিভাগের নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটা কমে গেলেও বর্তমান করোনা পরিস্থিতিতে বনরক্ষীদের টহল ব্যবস্থা কিছুটা ঝিমিয়ে পড়ায় এ সুযোগটাকে ব্যবহার করে বনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র। জেলেদের ছদ্মবেশে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় ঢুকে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস বিক্রি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনসংলগ্ন কয়েকজন গ্রামবাসী জানায়, আগে একসময় সুন্দরবনে অবাধে হরিণ শিকার চলত। বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী দলের তৎপরতায় হরিণ শিকার অনেক কমে আসছিল। কিন্তু করোনা পরিস্তিতিতে লকডাউনের সুযোগে কয়েক মাস ধরে চোরা শিকারীদের তৎপরতা বেড়েছে। সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস এনে লোকালয়ে কেজি দরে বিক্রি করে।

সুন্দরবন পূর্ব বিভাগের তথ্য মতে, এক বছরে তাদের আওতাধীন এলাকা থেকে ২৩ জন হরিণ শিকারিকে আটক করা হয়। পলাতক রয়েছে ৫৬ জন। এ সময় ১২৯ কেজি হরিণের মাংস, একটি মাথা, দুটি চামড়া, ১৫টি নৌকা, ছয়টি ট্রলার, সাড়ে ৯ হাজার ফুট ফাঁদ, দুই বস্তা নাইলনের রশি, তিন হাজার ফুট জাল এবং ২২টি জীবিত হরিণ উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত ১মে পূর্ব সুন্দরবনের ডিমের চরে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারীকে আটকসহ হরিন শিকারের কাজে ব্যবহৃত ১৫শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয়। গত ৪ মে সুন্দরবন পূর্ব বিভাগে টিয়ার চর এলাকায় শিকারীদের ফাঁদে আটকা পড়া ২২টি জীবিত হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ওই সময় শতাধিক কেজি হরিণের মাংস ও ১হাজার ৯শ ৫০ফুট বিভিন্ন ধরনের ফাঁদ জব্দ করা হয়। গত ২৩ ও ২৪ এপ্রিল পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা থেকে সুন্দরবনে দুটি বার্কিং হরিণ উদ্ধার করা হয়। এ ছাড়া ২৮ মে বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে আরো একটি বার্কিং হরিণ উদ্ধার করা হয়। পরে ওই হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গত ১৮ জুন সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় হরিনের মাথাসহ ১০কেজি মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, হরিণ সহ বন্যপ্রানী শিকারের সঙ্গে জড়িত যেসব লোকদের আটক করা হয়েছে তাদের বাড়ি বাগেরহাটের রামপাল, শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ, খুলনার দাকোপ, পিরোজপুরের পাথরঘাটা এবং মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি আরো জানান, বর্তমানে সুন্দরবনের অভ্যন্তরে অপরাধ প্রবনতা কমানোর লক্ষ্যে ইতিমধ্যে বন বিভাগের টহল বাড়ানো হয়েছে। শিকারিরা সুন্দরবনে যাতে অবাধে প্রবেশ করতে না পারে এ জন্য বন বিভাগ কঠোরভাবে দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net