সাাংবাদিক আমিনুল হক,
কুমিল্লা সিটির প্রতিনিধি:
মহামারী করোনার ভয়ংকর আক্রমনে থমকে গেছে মানুষের জীবনযাএার মান।লক ডাউন, রেড জোন ও দীর্ঘ বিরতিতে মানুষ এখন ঘরমুখো। ঘরের মানুষদের সাথেই শুয়ে বসে গল্প করে সময় কাটাচ্ছেন তারা।কুমিল্লার রেলওয়ে স্টেশন ও বাস স্টেশনে নেই আগের মত ভীর।নেই কোনো মানুষের পদাচরণ।সরকারি নীতিমালা অনুসারে চলছে ট্রেন ও বাসের প্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের সিস্টেম।
রেলের টিকেট সরকার অনলাইন এপস এর মাধ্যমে ক্রয় করার সিস্টেমের জন্য কুমিল্লার রেলওয়ে স্টেশন গুলোতে নেই কোনো টিকেট মাস্টার। মানুষ ঘরে বসে অতিরিক্ত টাকা দিয়ে টিকেট ক্রয় করছে।কিন্তুু,কুমিল্লা থেকে ঢাকা বা সিলেট বা চট্রগ্রাম গামী ট্রেনগুলো বন্দ থাকায়। মানুষরা এখন বাধ্য হয়ে,জীবনযাএার তাগিদে এখন দ্বিগুণ ভাড়ায় তারা বাসে ভ্রমণ করছে।
ফলে, খুব কষ্ট করেই দ্বিগুণ টাকা দিয়ে নিজ নিজ গন্তব্য স্থানে যেতে হচ্ছে বিভিন্ন ছোট-বড় আয়ের মানুষ জন।অতিরিক্ত ভাড়ায় নিজ নিজ গন্তব্য স্থানে যেতে পারছে না স্বল্প আয়ের ও বেকার মানুষজন।
সাাংবাদিক আমিমুল হক সরজমিনে বিষয়টি তদন্ত করতে গেলে বিভিন্ন পেশার ও নিম্ন আয়ের মানুষজন জানান যে তারা…
করোনার মহামারী আক্রমণে চাকরি, ব্যবসা হারাচ্ছে অনেকেই। সরকারি বিধিমোতাবেক দ্বিগুণ ভাড়া দিয়ে তারা বাসে যেতে পারছেন না।অপরদিকে,তাদের ভালো এন্ডোয়েট টাচ্ মোবাইল না থাকাতে তারা অনলাইন থেকে ট্রেনের টিকট ও কিনতে পারছে না।যাতায়াত ও করতে পারছে না নিজ নিজ গন্তব্য স্থানে।
মাননীয় প্রধান মন্তী ও দেশ রন্ত শেখ হাসিনার কাছে তাদের একটায় দাবিয় যে ট্রেন ও বাসের ভাড়া কমিয়ে আনতে যাতে মানুষজন জীবনের তাগিদে একস্থান থেকে অন্যস্থানে নিজেদের প্রয়োজনে যাতায়াত করতে পারে।জীবনযাএার মান যাতে ধীরে ধীরে উন্নত হয়।নয়তো বাংলাদেশে চাকরির ও ব্যবসা- বানিজ্যের অভাবে দেখা দিতে পারে খুব বড় দূরভিক্ষ্য।