1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীতেই বেশি! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

রাজধানীতেই বেশি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬২৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

এটা খুবই উদ্বেগজনক যে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। আরও উদ্বেগের বিষয় যে বিভাগওয়ারি ঢাকাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ অবস্থায় শঙ্কা বাড়ছে রাজধানীতে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে মোট দুই হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৯৯ জন (৭৯ দশমিক ০১ শতাংশ) এবং নারী ৪৭৬ জন (২০ দশমিক ৯২ শতাংশ)।

বিভাগওয়ারি মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে ৫০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে পাঁচ দশমিক ০১ শতাংশ, খুলনায় চার দশমিক ৯২ শতাংশ, বরিশালে তিন দশমিক ৬০ শতাংশ, সিলেটে চার দশমিক ৩৫ শতাংশ, রংপুরে তিন দশমিক ১২ শতাংশ ও ময়মনসিংহ বিভাগে দুই দশমিক ৪২ শতাংশের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৪৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। তবে সোয়া ৭২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা ঢাকায় বাস করেন। প্রশাসনিক কেন্দ্রস্থল সচিবালয়ও এখানে অবস্থিত। অথচ দেখা যাচ্ছে ঢাকাতেই করোনারোগীর সংখ্যা বেশি। মারাও যাচ্ছে বেশি। জনসংখ্যা বেশি, পরীক্ষাও হয় বেশি- অধিক মৃত্যু এবং শনাক্তের ক্ষেত্রে এটা একটা যুক্তি হতে পারে। কিন্তু রাজধানীতে বসবাসকারীরা তো সচেতন। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। বাস্তবে সেটি হচ্ছে না।

বলা যায়, দেশের মধ্যে রাজধানীই সবচেয়ে অরক্ষিত। ঢাকা থেকে দেশের নানা প্রান্তে লোকজন চলাচলের কারণে রোগ ছড়িয়ে পড়ছে সারাদেশে। এ অবস্থায় সবার আগে রাজধানীকে সুরক্ষিত রাখতে হবে। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বসছে পশুর হাট। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এসব বিবেচনায় পরিস্থিতি যেন নাজুক হতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট -| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে,)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net