1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে নদী দখল করে অবৈধ কারখানা নির্মাণ পরিবেশ হুমকির মুখে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পল্লী জীবিকায়ন প্রকল্পে কর্মরত জনবলকে বিআরডিবি’র রাজস্ব খাতে রুপান্তরের আবেদন মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য যুব র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সমিতির বিজয় দিবস উদযাপন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়াকে সংবর্ধনা মহান বিজয় দিবস আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব)এর শ্রদ্ধা নিবেদন চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর কমিটি গঠন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে নবীনগরে আলোচনা সভা ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সোনারগাঁয়ে নদী দখল করে অবৈধ কারখানা নির্মাণ পরিবেশ হুমকির মুখে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬৩৮ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকায় অবৈধভাবে নদী দখল করে তানিয়া মেটাল ওয়ার্কস নামে একটি অবৈধ সিলভার তৈরির কারখানা গড়ে উঠেছে। কারখানার বিষাক্ত ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে, সুস্থ জীবনের আতংক নিয়ে বসবাস করছে চরাঞ্চলের প্রায় ২০হাজার লোক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক ডিয়ারা(পশ্চিমপাড়া)এলাকায় নদী দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ওয়েসটিজ (এ্যালুমেনিয়ামের ক্যান) গালানোর কারখানা। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ওয়েসটিজ (এ্যালমুনিয়ামের ক্যান, পরিত্যক্ত ঔষধের পাতা) ক্রয় করে নিয়ে এসে গালানো হয়। শ্রমিকরা জীবনের নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে ওয়েসটিজ গালানোর কাজ করছে। এখানে নেই কোনো প্রকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ওয়েসটিজ গালানোর সময় দেখা যায়, বিভিন্ন ধরনের ক্যান গালানোর জন্য চুল্লিতে দেওয়ার পর মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে। বিষাক্ত কালো ধোঁয়া বের হওয়ার জন্য নির্দেশনা মোতাবেক কোনো ব্যবস্থা না করেই সরাসরি বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে। যার ফলে আশেপাশের ফসলি জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দূষিত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে আতঙ্কে প্রায় ২০ হাজার মানুষ জীবন যাপন করছে।

তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন গত বছর ৪ডিসেম্ব র অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।
নুুনেরটেক এলাকার আব্দুল করিম, সোলাইমান, মোস্তফা জানান, আমাদের প্রায় ৩০বিঘা ফসলি জমি রয়েছে। ফসলি জমিতে কয়েক বছর ধরে বিষাক্ত ধোয়া ও বর্জ্যের কারণে কোনো ফসল হয় না।

গত বছর বিষাক্ত বর্জ্য খেয়ে ১শ হাঁস মারা যায়। আওয়ামীলীগ নেতা আবুল হাসেম জানান, এলাকায় একটি সিলভারের কাঁচামাল তৈরি কারখানা নির্মান করেছে। প্রতিনিয়ত বিষাক্ত কালো ধোয়া বের হচ্ছে। এই কারখানার কাছাকাছি হাঁস ও মুরগি গেলে সাথে সাথে মারা যায়। আমরা চাই এই কারখানা বন্ধ করে এখান থেকে সড়িয়ে নেওয়া হোক।

কারখানার মালিক আ: জব্বার জানান, আমি কোনো প্রকার নদী দখল করি নাই। আমার কারখানার পরিবেশের ছাড়পত্র নাই। গত বছর এ্যাসিলেন্ড পরিবেশের ছাড়পত্র না থাকায় জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তরে প্রতিবছর ফি দিয়ে যাচ্ছি।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়া কেউ কারখানা পরিচালনা করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সাইদুল ইসলাম জানান, অবৈধ ভাবে নদী দখল ও পরিবেশের ক্ষতি করে কেউ কারখানা চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net