1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে নদী দখল করে অবৈধ কারখানা নির্মাণ পরিবেশ হুমকির মুখে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করণের দাবিতে আলোচনা সভা খাগড়াছড়ির পানছড়ির দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক

সোনারগাঁয়ে নদী দখল করে অবৈধ কারখানা নির্মাণ পরিবেশ হুমকির মুখে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭১ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকায় অবৈধভাবে নদী দখল করে তানিয়া মেটাল ওয়ার্কস নামে একটি অবৈধ সিলভার তৈরির কারখানা গড়ে উঠেছে। কারখানার বিষাক্ত ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে, সুস্থ জীবনের আতংক নিয়ে বসবাস করছে চরাঞ্চলের প্রায় ২০হাজার লোক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক ডিয়ারা(পশ্চিমপাড়া)এলাকায় নদী দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে ওয়েসটিজ (এ্যালুমেনিয়ামের ক্যান) গালানোর কারখানা। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ওয়েসটিজ (এ্যালমুনিয়ামের ক্যান, পরিত্যক্ত ঔষধের পাতা) ক্রয় করে নিয়ে এসে গালানো হয়। শ্রমিকরা জীবনের নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে ওয়েসটিজ গালানোর কাজ করছে। এখানে নেই কোনো প্রকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ওয়েসটিজ গালানোর সময় দেখা যায়, বিভিন্ন ধরনের ক্যান গালানোর জন্য চুল্লিতে দেওয়ার পর মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে। বিষাক্ত কালো ধোঁয়া বের হওয়ার জন্য নির্দেশনা মোতাবেক কোনো ব্যবস্থা না করেই সরাসরি বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে। যার ফলে আশেপাশের ফসলি জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দূষিত কালো ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে আতঙ্কে প্রায় ২০ হাজার মানুষ জীবন যাপন করছে।

তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন গত বছর ৪ডিসেম্ব র অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।
নুুনেরটেক এলাকার আব্দুল করিম, সোলাইমান, মোস্তফা জানান, আমাদের প্রায় ৩০বিঘা ফসলি জমি রয়েছে। ফসলি জমিতে কয়েক বছর ধরে বিষাক্ত ধোয়া ও বর্জ্যের কারণে কোনো ফসল হয় না।

গত বছর বিষাক্ত বর্জ্য খেয়ে ১শ হাঁস মারা যায়। আওয়ামীলীগ নেতা আবুল হাসেম জানান, এলাকায় একটি সিলভারের কাঁচামাল তৈরি কারখানা নির্মান করেছে। প্রতিনিয়ত বিষাক্ত কালো ধোয়া বের হচ্ছে। এই কারখানার কাছাকাছি হাঁস ও মুরগি গেলে সাথে সাথে মারা যায়। আমরা চাই এই কারখানা বন্ধ করে এখান থেকে সড়িয়ে নেওয়া হোক।

কারখানার মালিক আ: জব্বার জানান, আমি কোনো প্রকার নদী দখল করি নাই। আমার কারখানার পরিবেশের ছাড়পত্র নাই। গত বছর এ্যাসিলেন্ড পরিবেশের ছাড়পত্র না থাকায় জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তরে প্রতিবছর ফি দিয়ে যাচ্ছি।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র ছাড়া কেউ কারখানা পরিচালনা করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সাইদুল ইসলাম জানান, অবৈধ ভাবে নদী দখল ও পরিবেশের ক্ষতি করে কেউ কারখানা চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম