কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরী নিউ মার্কেট পর্যন্ত চলাচলকারী বাস লাইনে করোনা সংক্রমণকালীন পরিস্থিতিতে প্রশাসন এবং মালিক সংগঠন কর্তৃক নির্ধিরত ভাড়া ৫০ টাকা হলেও আজ শনিবা (১ আগস্ট) ঈদুল আযহার দিন ১ শো টাকা ভাড়া দাবীর অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।
ইউএনও মো. রুহুল আমীনের কোনো এক যাত্রীর এমন অভিযোগ পেয়ে হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ বাস টার্মিনালে এসে সরেজমিনে এসে গাড়ি মালিক, স্টাফ এবং উপস্থিত যাত্রীসাধারণের সাথে কথা বলেন।
নির্ধারিত ভাড়া ৫০ টাকার বেশি না নিতে ইউএনও মালিক ও চালকদের সতর্ক করেন।
এবিষয়ে লাইন সম্পাদক মো. শাহজাহান বলেন- আজ ঈদুল আযহার দিন অফিসিয়ালী লাইনে বাস চলাচল বন্ধ, তবে কিছু চালক নিজ উদ্যোগে গাড়ি চালাচ্ছেন বিধায় হয়তো অতিরিক্ত ভাড়া আদায়ে চেষ্টা করেছেন, সে সুযোগ দেয়া হবে না।
ঈদে বাড়তি ভাড়া অনাদায়ে মালিক সংগঠনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া আছে বলে জানান পরিবহন সংগঠন নেতা শাহজাহান।