আনোয়ারা প্রতিনিধি:-
চট্টগ্রামের আনােয়ারা উপজেলার উপকূল এলাকায় “ত্রাণ চাইনা, স্থায়ী-টেকসই বেড়িবাঁধ চাই” শ্লোগানে অতি দ্রুত দূর্নীতিমুক্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় জনতা, ও ভূক্তভোগীদের মানববন্ধন করেছে ।
৩ রা আগস্ট (সোমবার) সকাল ১০ টায় উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা বারআউলিয়া এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
এই সময় মানব বন্ধনে স্থানীয় শিক্ষক, ইঞ্জিনিয়ার , রায়পুর ইউনিয়নের বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্য বৃন্দ সহ সর্বস্থরের মানুষের উপস্থিতিতে মানব বন্ধন জনস্রোতে পরিনত হয় ।
উপস্থিত জনতা স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নির্মাণ কাজে দুর্নীতিবাজদের বিচার চেয়ে স্থানীয় সাংসদ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্থক্ষেপ কামনা করেন । মানব বন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর ধরে আনােয়ারা উপকূল রায়পুর ইউনিয়ন রক্ষায় স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী করে আসছে এই ইউনিয়নের ৪০ হাজার মানুষ কিন্তু তা এখনাে স্বপ্নই থেকে গেল। সরকার যখন বেড়িবাঁধ নির্মাণের বাজেট ঘােষণা দেয় তখনই এক শ্রেণির ক্ষমতালােভী দুর্নীতিবাজ লােকের কারণে সেই বেড়িবাঁধ টেকসই হতে পারেনা তাই আজকের মানব বন্ধনে শতশত ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী কোন দূর্নীতি তিবাজ নেতার মাধ্যমে নয়, সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হতো।