বদরুল হক:
চট্রগাম আনোয়ারা উপজেলায় গহিরা উপকুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১আগস্ট ) বিকলে লাশটি উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, যুবকের বয়স আনুমানিক (৩৮) বছর হবে, মুখ জলসে চেহারা কিছুই বুঝা যাচ্ছে না। কোমরে একটি গামছা বাঁধা আছে। লাশটি ৮-১০ দিন আগের হতে পারে।
স্থানীয়রা জানান, মঙ্গরবার বিকাল ১২টার দিকে রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার লোকজন স্রোতে আসা ভাসমান লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ওসি দুলাল মাহমুদ জানান, বিকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল রিপোর্ট করে লাশটি চট্রগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি। লাশটি অর্ধগলিত।