সফিকুল ইষলাম রিপন, নরসিংদী : নরসিংদী সদর উপজেলা আলোকবালী ইউনিয়নে শামীম (২৭) নামে এক যুবক নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের আলোকবালি গ্রামের কাচারি পাড়া গ্রামে। গতকাল শনিবার (১ অগাষ্ট) সকাল দশটায় তার নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
পারিবারিক সুত্রে জানা য়ায়, বিষপানের পর সে যখন অসুস্থ হয়ে পরেন বাড়ির লোকজন তাকে স্পীর্ডবোর্ডে করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত তিনটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ জেলা সদর হাসাপাতাল মর্গে রয়েছে বলে জানা য়ায়। নিহত শামীম মৃত সায়েদ আলির ছেলে।
এ ব্যাপারে স্হায়ীয় ইউ,পি সদস্য আব্দুর রশিদ বলেন, শামিম একজন নেশাখোর ছিলেন। তাছাড়া অভাবের সংসার, হয়তো এসব কারণে সে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জনান। তবে কী কারণে এভাবে অত্মহত্যা পথ বেঁছে নিয়েছে শামিমের মা কিছুই জানেন না বলে বার বার মুর্ছা যাচ্ছেন।