সেলিম উদ্দীন,কক্সবাজার:
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কক্সবাজার সদরের ঈদগাোহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে।
১৫ আগষ্ট শনিবার সকালে কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দীনের নেতৃত্বে কর্মরত শিক্ষকরা।
এসময় এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের সহযোগিতায় ও বিদ্যালয় যৌথভাবে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়।
এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যুরো বাংলাদেশ ঈদগাঁহ শাখার ম্যানেজার মু. মাসুদ রায়হান।
আলোচনা সভায় অংশগ্রহন করেন সহকারী প্রধান শিক্ষক মমতাজ সাঈদা আজিম, মিসেস মিনুন্নাহার, আহমদ কবির, রাজন আচার্য্য, ব্যুরো প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, মোঃ আকাশ প্রমুখ।