শাহাদাত হোসেন শাহীন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহার আনন্দ ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য অসহায়দের মাঝে কোরবানীর গোস্ত উপহার দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১ নং বিজয়পুর ইউনিয়নের উদ্যেগে যারা কোরবানী দেয় নাই তাদের মাঝে কোরবানীর গোস্ত উপহার দেওয়া হয়। এ সময় উপস্হিত ছিলেন ১ নং বিজয়পুর ইউনিয়ন সভাপতি মো: মোমিনুল ইসলাম মজুমদার, ইউনিয়ন সেক্রেটারী শাহাদাত হোসেন শাহীন, ছাত্র শিবির বেলতলী শাখার সভাপতি আবু জাফর সহ ইউনিয়নের অন্যন্য নেতৃবৃন্দু। গোস্ত উপহার দেওয়ার সময় ইউনিয়ন সভাপতি মো: মোমিনুল ইসলাম মজুমদার বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছরই সারা দেশে কোরবানীর ঈদের গোস্ত অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় মহারগরী সংগঠনের পরামর্শে আমরাও আমাদের সাধ্য অনুযায়ী ইউনিয়নের মাঝে কোরবানীর গোস্ত উপহার দিয়েছি যাতে করে তারা ও ঈদের আনন্দ থেকে বাদ না পড়ে। ভবিষ্যতে যাতে এ কার্যক্রম অব্যাহত রাখতে পারি সে জন্য আল্লাহর কাছে সাহায্য ও উপস্হিত সকলের কাছে দোয়া কামনা করেন।