শামীমুর রহমান, নাঙ্গলকোট:
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা ” অফিস কৃর্তক, সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যান এগিয়ে চলে ” শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নে শুরু হয়েছে ২০২০ – ২০২১ অর্থ বছর হতে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী সহ সকল ভাতা Digital paymant (p2p) বাস্তবায়নের লক্ষ্যে MIS এ ডাটা এন্টি ও NID validation করার কাজ।
শুক্রবার সকাল ১১ টা হতে শুরু হয় এই কার্যক্রম। আজ ৮,৯ ওয়ার্ডে এই কার্যক্রম চলে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ কর্মী আব্বাস উদ্দিন, ইউপি সদস্য , মোঃ মোস্তফা, মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা আক্তার , শাহাদাৎ হোসেন রিপন, মাষ্টার সাইদুল হক, বাচ্চু মজুমদার সহ প্রমুখ।