1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কিছু ভিন্ন দিক ঃ ড.মোঃ তরিকুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

করোনায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কিছু ভিন্ন দিক ঃ ড.মোঃ তরিকুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৭৫ বার

স্বাস্থ্য সুরক্ষায় যেখানে পানি দিয়ে হাত ধোঁয়ার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই সেখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার প্রত্যাশিত। এ কথা বলা বাহুল্য যে- নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যেকয়টি প্রাথমিক পদক্ষেপ নেয়া হয়েছে তারমধ্য নিয়ম মেনে নিয়মিত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অন্যতম। বিশ্ব স্বাস্থ্যসংস্থা (WHO) হ্যান্ড স্যানিটাইজার সমূহের উপাদান (ইথানল, আইসোপ্রোপাইল অ্যালকোহলসমূহ, হাইড্রোজেন পারক্সাইড বিভিন্ন সংমিশ্রনে) ও ব্যাবহারবিধি পরিষ্কার করে দিয়েছেন এবং নিয়মিত এব্যাপারে তথ্যও সরবরাহ করে যাচ্ছেন। এরপরেও বিশ্বের সর্বত্রই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কিছু কিছু বিচ্ছিন্ন ও অপ্রত্যাশিত ঘটনা নিয়মিতই ঘটছে। প্রাথমিক পর্যায়ে এবিষয়টিকে পুঁজি করে পৃথিবীর বিভিন্ন দেশে বহু অসাধু ব্যবসায়ী এধরনের পণ্যের দাম বাড়িয়ে দেয় যা জনসাধারণের জন্য একধরনের বিশেষ ভোগান্তি সৃষ্টি করে; যদিও এর পিছনে অনেকেই অপর্যাপ্ত কাঁচামালের যোগান ও প্রস্তুতকারক কোম্পানিগুলির অদুরদর্শিতাকেই বেশী দায়ী করেন। তবে মজুদকে উপেক্ষা করা গেলেও সাবান বা ডিটারজেন্ট জাতীয় বস্তুগুলির দাম এখন পর্যন্ত আমাদের হাতের নাগালে থাকলেও হ্যান্ড স্যানিটাইজারগুলির দাম কিছুটা বেশীই পরিলক্ষিত হয়। ইতিমধ্যে বহু ছোটখাট নাম না জানা হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতকারকের উদ্ভবও ঘটেছে যাদের কাঁচামালের গুনাগুন, প্রস্তুতকরণ সরঞ্জামাদি, মাননিয়ন্ত্রন ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে বিচক্ষণ জনসাধারণের মনে শঙ্কা বিদ্যমান।
যদিও কারো মৃত্যুর ব্যাপারে তেমন কিছুই শোনা যায়নি তবে বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকে অদ্যবধি হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার নিয়ে বেশকিছু দুর্ঘটনার নজির মিলেছে; তারমধ্য ব্যবহারকারীদের হাতের চামড়া ঝলসে যাওয়াই প্রধান। অধিকাংশ মানুষই হ্যান্ড স্যানিটাইজার সমূহের সংরক্ষন সম্বন্ধে উদাস; পারতপক্ষে ব্যবহারবিধি সম্পর্কেও তেমন কিছুই জানেন না। তারা অল্প পরিমান স্যানিটাইজার নিয়ে কোনরকম দু’হাতে ঘষে তাদের কাজে নেমে পড়েন; যা মুলত কোন কাজেই লাগে না। উষ্ম আবহাওয়ার দেশ বা অঞ্চলে বিশেষ করে যেসকল যানবাহনে এয়ার কন্ডিশনার নেই সেগুলিতে কিংবা অধিক কক্ষতাপমাত্রা সম্পন্ন স্থানগুলিতে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার না রাখায় উত্তম।

অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারগুলি দাহ্য ক্ষমতা সম্পন্ন হয়। সুতরাং রন্ধনশালায় কর্মরত কর্মীগনের এর ব্যবহারে বিশেষ সতর্ক হওয়া বাঞ্ছনীয়। শিশুরা এগুলির বোতল ও বর্ন দেখে আকৃষ্ট হয়; অসাবধানতায় জটিল দুর্ঘটনা এমনকি মৃত্যুও ঘটতে পারে। স্যানিটাইজারের উপাদানগুলির অপব্যবহারে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর কারন হয়ে উঠতে পারে। মুলত এই রাসায়নিকগুলি বাষ্পীভবন দ্বারা নির্গত হয় যা পরিবেশের উপর বিষাক্ত এবং বিপজ্জনক প্রভাব ফেলে। আমাদের বহুল ব্যবহৃত স্যানিটাইজারগুলিতে যেসকল উপাদানসমূহ ব্যবহৃত হয় তাদের তীব্র ও দির্ঘমেয়াদী বিষাক্ত প্রভাবসমূহ নিচে দেয়া হলঃ

তীব্র বিষাক্ততা
ইথানলঃ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের জটিলতা, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটোঅ্যাসিডোসিস, বমি বমি ভাব, ইত্যাদি।
আইসোপ্রোপানলঃ ইথানলের মত প্রভাব সমূহ ছাড়াও ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিতে জ্বালাপোড়া।
৩% হাইড্রোজেন পারক্সাইডঃ পরিপাকতন্ত্রে ও শ্লেষ্মা ঝিল্লিতে জ্বালাপোড়া, ত্বক জ্বালাপোড়া এবং বমি হওয়া।

দীর্ঘস্থায়ী বিষাক্ততা
ইথানলঃ কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যাকিউট লিভার ইনজুরি, মাইয়োগ্লোবিনইউরিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেশেমিয়া, হাইপো ক্যালসেমিয়া, হাইপোফসফেটেমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এবং মৃত্যু।
আইসোপ্রোপানলঃ কিটোসিস, অসমোলাল গ্যাপ কিটোনেমিয়া, রেবডোমাইয়োলাইসিস, মায়োগ্লোবিনইউরিয়া, অ্যাকিউট রেনাল ফেইলুর ও মৃত্যু।
৩% হাইড্রোজেন পারক্সাইডঃ এয়ার এমবোলিজম ও মৃত্যু (বিরল ক্ষেত্রে)।

২০২০ সালের জানুয়ারি থেকে মে মাস অবধি, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পয়জন কন্ট্রোল সেন্টার শুধুমাত্র ১২ বছরের কম বয়সী শিশুদের উপর ৯৫০৪টি অ্যালকোহল সম্বলিত হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারের কেইস হান্ডেল করে। প্রতিষ্ঠানটির তথ্য মোতাবেক, খুবই অল্প পরিমাণে অ্যালকোহল শিশুদের মধ্যে অ্যালকোহলজনিত বিষাক্তটা সৃষ্টি করতে পারে যা মানসিক বিভ্রান্তি, বমি বমি ভাব ও তন্দ্রা এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসযন্ত্রের ক্রিয়াকলাপ থামিয়ে মৃত্যুও ঘটাতে সক্ষম। তাছাড়া ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধ গড়ে ওঠা সহ অন্যান্য ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে, হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিৎ।
.
সহকারী অধ্যাপক, ফার্মেসী বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ-৮১০০, বাংলাদেশ।
ই-মেইলঃ dmt.islam@bsmrstu.edu.bd

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net