এম এইচ সোহেল, চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের রোগমুক্তি কামনায় থানা এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে জুমার দিন দোয়া করেন মুসল্লিরা।
শুক্রবার (৭ আগস্ট) থানা এলাকার আওতাধীন কদম মোবারক শাহী জামে মসজিদ, হযরত শাহ আনিস (রাঃ) জামে মসজিদ, পিডিবি অফিসার্স কোয়াটার জামে মসজিদ, রহমতগঞ্জ জামে মসজিদ, বাইতুল ফালাহ জামে মসজিদ, দোস্ত কলোনীজামে মসজিদ, নুর মসজিদ, পুরাতন বিমান অফিস জামে মসজিদ, তরিবিয়ত খাঁ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদে জুমার নামাজ শেষে ওসি মহীসের সুস্থতায় দোয়া করা হয়। দোয়ায় মুসল্লীরা শরীক হয়ে মহান আল্লাহর দরবারে ওসি মহসীন যাতে আবার কর্মস্হলে ফিরে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে পারেন এই কামনা করা হয়।
এই ব্যাপারে আসকার দিঘির পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ধর্মেন্দু দাশ বলেন, থানা এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় ওসি মহসীন স্যারের রোগ মুক্তির জন্য জুমার দিন দোয়া করিয়েছেন। এরজন্য ওসি স্যারসহ আমরা পুলিশ এলাকাবাসির নিকট কৃতজ্ঞ। পুলিশের প্রতি এলাকাবাসির এরকম আয়োজন আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিলো।
প্রসঙ্গত ওসি মহসীন কোরবানির ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করেন। এরপর তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। গত মঙ্গলবার (৪ আগস্ট) করোনার নমুনা দেন তিনি। বুধবার (৫ আগষ্ট) করোনা পজেটিভ ধরা পরে।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাঠে সক্রিয় ছিলেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।