মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মী যারা করোনা সহ অন্যান্য রোগে মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষদের দুর্দশার হাত থেকে রেহাই পেতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকাল ৪ ঘটিকায় হযরত শাহ আমানত শাহ (রাহ.) মাজার সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, ইদ্রিচ মিয়া, এড. ইফতেখার হোসেন চৌধুরী, এড. ফোরকান, বদরুল খায়ের চৌধুরী, এম. মনজুর উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, লায়ন হেলাল উদ্দিন, আমিনুর রহমান চৌধুরী, মঈনুল আলম ছোটন, জিয়াউদ্দিন আশফাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক মোঃ মহসিন সহ প্রমুখ। মাহফিল শেষে খালেদা জিয়ার সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মী যারা করোনা সহ অন্যান্য রোগে মৃত্যু বরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থ্যতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষদের দুর্দশার হাত থেকে রেহাই পেতে হযরত শাহ আমানত শাহ (রাহ.) মাজার সংলগ্ন মসজিদ এর পেশ ইমাম বিশেষ মুনাজাত পরিচালনা করেন।