আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রীর নাসিরাবাদস্থ বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠানে চলমান করোনা পরিস্থিতিতে গাউসিয়া কমিটির কাফন-দাফন, এ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ বিভিন্ন সেবা মুলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,করোনা রোগী সেবা ও কাফন-দাফন বিষয়ক কর্মসুচীর প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ এরশাদ খতিবী ও মুহাম্মদ হাসান প্রমুখ। চলমান করোনা পরিস্থিতিতে সরকারের পাশে থেকে এ সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রী গাউসিয়া কমিটির সকলকে ধন্যবাদ জানান। মন্ত্রী মহোদয় ও তাঁর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন তাঁদের মরহুম পিতা চট্টগ্রামের সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ হতে গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন। ভবিষ্যতেও তিনি এ মহৎ কর্মকাণ্ডে গাউসিয়া কমিটির সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে মত প্রকাশ করেন।