এস.এম জাকির,চন্দমাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারি পৌর সভায় চাগাচর ১নংওয়ার্ডে সড়কের কাজ করতে গিয়ে টিকাদারী প্রতিষ্টানের কর্মচারীর উপর হামলা ২কর্মচারী আহত আহতদের দোহাজারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এবিষয়ে টিকাদান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তথ্য বিবরণীতে জানা যায়, স্থানীয় সাবেক১নংওয়ার্ডের মেম্বার ইয়াছিন টিকাদার থেকে সড়কের পুরাতন ইটগুলো দাবি করে । এবং মোবাইল ফোনে ১০হাজার টাকা দাবি করে ইটও টাকা না দেওয়ায় টিকাদারের লোক জনকে ২দিন কাজ করতে না দেওয়ায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে ব’লে বলে জানান টিকাদার। ২দিন পর আজ টিকাদারের লোক জন কাজ করতে গেলে ইয়াছিন মেম্বার ৭/৮ জন লোক নিয়ে হামলা চালালে ২জন গুরুতর আহত হয়। এবিষয়ে মেম্বার ইয়াছিন এর সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। টিকাকার এ ঘটনায় ইয়াছিন মেম্বার কে ১নং আসামি করে ৪জনের বিরুদ্ধে দোহাজারি তদন্ত কেন্দ্রে ১টি অভিযোগ দায়ের করেন। আজ ১৪আগষ্ট সন্ধায় দোহাজারি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো আবদুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।