শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
খতমে কোরআন,দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফৌজিয়া খানম মিনা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ্ আল্ মাহমুদ ভুঁইয়া,তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরীরর সঞ্চালনায় বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন,দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী,চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর সহ ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা এম মতিন।