1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়াউর রহমানের উপর তাদের এতো রাগ কেন? - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

জিয়াউর রহমানের উপর তাদের এতো রাগ কেন?

কবি আবদুল হাই শিকদার|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬১১ বার

বাংলা ভাষায় ব্যবহৃত সব ধরণের নির্মমতা , নিষ্ঠুরতা , ক্রুদ্ধতা , ক্রুরতা , হিংস্রতা , বিদ্বেষ , বিকার ও ইতরতা নিয়ে জিয়াউর রহমানের উপর ঝাপিয়ে পড়েছে তারা ।

তাদের শীর্য পর্যায় থেকে শুরু করে নর্দমার পোকামাকড় পর্যন্ত , গত কয়েক দশকে কম করেও ৩০ লক্ষ বার জঘন্য ও কুৎসিত ভাষায় আক্রমণ চালিয়েছে এই মানুষটির উপর ।
পাঠ্যবই , বিমানবন্দর , মেডিকেল কলেজ , স্টেডিয়াম , উদ্যান , শিল্প কারখানা , সংবিধান , যেখানেই হোক —— অন্ধ , উন্মত্ত , হৃদয়হীন , হিতাহিতবোধশূণ্য দানবের মতো জিয়াউর রহমানের নামের উপর , তাঁর সম্মান ও মর্যাদার উপর , জাতীয় ইতিহাসে তাঁর অবস্থানের উপর , অবদানের উপর , ইমেজের উপর , তাঁর প্রতি গণমানুষের ভালোবাসার উপর চালিয়েছে হাতুড়ি , শাবল , গাইতি ও বুলডোজার ।

এখন চলছে রুচি , শিষ্টাচার ও সভ্যতাবর্জিত বিপুল বিশাল ভয়াল জিঘাংসা ও আক্রোশ মেশানো , ঘৃণার এসিডে ঝলসানো কলম ও চোয়ালবাজী ——
অন্যায় , অন্যায্য , অসত্য , উদ্ভট , বানোয়াট , কষ্টকল্পিত অভিযোগ আর অভিযোগ !

সঙ্গত কারণেই প্রশ্ন জাগে কেন এই নৃশংসতার তান্ডব ?
কেন একজন মহান মানুষের বিরুদ্ধে এই বিষোদ্গার ?
কেন তাঁর অসামান্য ভাবমূর্তি ধ্বংসের জন্য এই হীন যুদ্ধাবস্থার আয়োজন ?
তাঁর অবদান , তাঁর রাজনৈতিক দর্শন , তাঁর দল ও পরিবারের বিরুদ্ধে কেন এই গোয়েবলসীয় অপপ্রচারের সর্বনাশা বন্যা ?
একই ভাঙ্গা রেকর্ড প্রতিদিন শুনতে শুনতে জাতির কান ও প্রাণ দুটোই ঝালাপালা হয়ে গেছে ।তবুও এই সংঘবদ্ধ একটানা ঘেউ ঘেউ থামছে না !

তবে শুধু জিয়াউর রহমান নন , তাদের অশ্রদ্ধা , উপেক্ষা ও উদাসীনতার নোংরা ছোবল থেকে আজ পার পাচ্ছেন না খাজা সলিমুল্লাহ , শেরে বাংলা , মওলানা ভাসানী , তাজউদ্দিন এবং জেনারেল ওসমানীর মতো জাতীয় নেতৃবৃন্দও ।
কারণ কি ?

এই সব অপপ্রয়াসের স্বরূপ কি ?
কারা , কেন , কিজন্য , কিভাবে এই জাতিঘাতী , আত্মঘাতী ভয়াবহ অপকর্মটি করছে ?
তার আসল চেহারাটা জানা আজ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই জরুরী ।
এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি আমার
“ জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল “ গ্রন্থে ।

এখনও যারা দেশকে , দেশের মানুষকে ভালোবাসেন , এখনও যাদের হৃদয়ে প্রেম , প্রীতি ও করুণার আলোড়ন আছে ,
এখনও যাদের কাছে নীতি , নৈতিকতা , সত্য ও ন্যায়ই সঠিক পথ বলে মনে হয় —— তাঁরা বইটি পড়ে দেখতে পারেন ।

[ প্রকাশক : শিকড় , ৩৮ বাংলাবাজার ঢাকা ১১০০ ।অথবা , রকমারী ডট কম বা বই বাজার — থেকে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাবে ।
—- সকলের সুবিধার্থে এই সংযোগটুকু দিলাম । ]

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net