মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। প্রথমে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল হক শান্তি, সাবেক উপজেকা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনউর রশিদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আসকর, সাবেক নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ সাবেক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা হোসাইন, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার, উপজেলা যুবলীগ নেতা মাহফুজ আহমেদ, সাবেক যুবলীগ নেতা নুর নবী সরকার, সোহেল রানা, রফিক সরকার, আবু সাইদ, আক্তার, ছালাম ও শান্তি মিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সকলের আত্মার মাগফেরাত ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।