মোঃ সাইফুল্লাহ ঃ মাগুরার মহম্মদপুর উপউপজেলার বাবুখালি ইউনিয়নের পাড়ুয়ারকুল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অর্তকিত হামলায় আটটি বাড়ি ভাংচুর করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, পরবর্তীতে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার পর বাড়ি বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র, ঢাল, শর্কি ও ছোড়া উদ্ধার করা হয়েছে। এছাড়াও উক্ত এলাকা থেকে ৫টি মটর সাইকেল জব্দ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।