মোঃসাইফুল্লাহ: মাগুরায় আজও নতুন করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্তের খবর পাওয়া গেছে।
আজ১০ আগষ্ট২০২০ সোমবার মাগুরা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য নিম্নে প্রদত্ত হলোঃ-গতকাল নমুনা পাঠানো হয়েছিলো –৪৯জনের।
অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –৩১৭৫জনের।
আজ১০ আগষ্ট সোমবার প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৭০জনের।
অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা২৯১৮জনের।
আজ প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ -১৪জনের।
এর মধ্যে,
মাগুরা পৌরসভায় -৬জন।
সদর উপজেলায় -১জন।
শালিখা উপজেলায় ২জন।
শ্রীপুর উপজেলায় -৪ জন।
মহম্মদপুর উপজেলায় ১জন।
অদ্যাবধি মোট করোনা পজিটিভ–৫৮৫জনের।
আজ নতুন সুস্থ-১০ জন।
অদ্যাবধি মোট সুস্থ -৪২০জন।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১৩৩জন।
হাসপাতালে ভর্তি–২জন।
রেফার -২০
অদ্যাবধি মৃত-১০জন