কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : নিজ চালিত মোটর সাইকেল দূর্ঘটনায় হাটহাজারী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আহসান উল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহ)
আজ বুধবার (৫ আগস্ট) কক্সবাজার যাওয়ার পথে চকরিয়াস্থ মহাসড়কে বাইক এক্সিডেন্ট করেন।
সে হাটহাজারী সরকারী কলেজের ২০১৪-২০১৫ সেশনের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী।
তার বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নাধীন ৬নং ওয়ার্ডের ইসলামিয়াহাট এলাকার জালাল কম্পানীর বাড়িতে।প্রবাসী পিতা নাছিরের ২ ছেলে ১ মেয়ের মধ্যে সবার বড় ছিলো নিহত আহসান উল্লাহ্। আজ আছর নামাযের পর বাড়ি পার্সস্থ ইসলামীয়াহাট মসজিদ মাঠে তার জানাযায় বিপুল সংখ্যক এলাকাবাসী, বন্ধুগন, কলেজ শিক্ষক ও শোকার্ত আত্মীয়-স্বজন অংশ নেন।