নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ থেকে অজ্ঞাত এক তরুণের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘মরদেহটির খৎনা করা নেই, যার কারণে আমরা ধারণা করছি এটি হিন্দু ধর্মাবলম্বী কোন তরুণের। আমরা মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে।