লাভলু শেখ , স্টাফ রিপোটার লালমনিরহাট:
লাগাতার বৃষ্ঠিপাতে ধরলা নদী বিধৌত লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া গ্রাম থেকে কালীরপাট গ্রাম পযন্ত রাস্তাটির বেহালদশা। উক্ত রাস্তাটিতে একহাটু কাদা মাটি থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়লে বাংলাদেশ অাওয়ামীলীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ও অাইরখামার সমাজ উন্নয়ন সংস্হার পরিচালক এস এম অাশরাফুল হক মিঠু রাস্তাটির সংস্কার করেছেন। যেমন উদ্দোগ তেমন কাজের অংশ হিসেবে কাঁচা রাস্তাটিতে প্রথমে বালু ও পরে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। এতে করে যাতায়াতকারী প্রায় ১০ হাজার মানুষের ভোগান্তি কমেছে।
বন্যায় বড়বাড়ী ইউনিয়নের যে সমস্ত রাস্তা ক্ষতি হয়েছে। বিশিষ্ঠ সমাজসেবক মিঠু তার নিজ উদ্দোগে ইটের খোয়া ও বালু দিয়ে রাস্তা মেরামতের কাজ অব্যাহত রেখেছে। এছাড়া বড়বাড়ীতে রত্নাই বাধঁ নিজ উদ্দোগে নিমানঁ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, মিঠু নিজের কাধেঁ করে বালুর বাস্তা ফেলাতে গিয়ে তার ঘার পযন্তঁ ফেটেঁ যায়। এলাকার ৩০/৪০ জনের একটি স্বেচ্ছাসেবক দল কে সাথে নিয়ে এ অালোচিত বাধঁ নিমানঁ করেন। এ বাধেঁর উপর দিয়ে প্রতিদিন ফুলবাড়ী ও লালমনিরহাটের কয়েক হাজার মানুষ চলাচল করে।মাননীয় প্রধানমন্তী জননেএী শেখ হাসিনার নেতৃত্বে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, মসজিদ- মন্দির, স্কুল, কলেজ, ও মাদরাসার একাডেমিক ভবন নিমানঁ ও সংস্কার অব্যাহত রেখেছেন। বিশিষ্ঠ সমাজসেবক এস এম অাশরাফুল হক মিঠু বঙ্গবন্ধুর অাদশেঁর একজন সৈনিক।
সমাজসেবায় নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি বন্যাকবলীত মানুষের মাঝে এাণ বিতরন ছাড়া প্রতিটি উৎসবে বস্ত বিতরন ও শীতের সময় শীতাথঁ মানুষের মাঝে শীতবস্ত বিতরন করে থাকেন। গরীব ও অসহায়দের বিবাহে অাথিঁক সহায়তা প্রদান করেন। সরকারী বে-সরকারী দিবস ও বৃক্ষ রোপনে বিশেষ অবদান রেখেছেন। তিনি বহু গুনের অধিকারী তাই বড়বাড়ী এলাকাবাসী অাগামী ইউনিয়ন পরিষদ নিবাচনে তাকে চেয়ারম্যান প্রাথীঁ হিসেবে দেখতে চায়।