নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা বাজার বান্ধাঘাটা এলাকায়। মৃত যুবকের নাম মোঃ রুবেল ফকির (২২)। সে রায়েন্দা বাজারের মাছ ব্যবসায়ী মোঃ ফিরোজ ফকিরের পূত্র।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫ টার দিকে নিজের ঘর থেকে মুরগির খামারে বৈদ্যতিক সংযোগ নেওয়ার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম ৬ টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।