আবদুল আলী, গুইমারা খাগড়াছড়িঃ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় গুইমারাতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসের অনুষ্ঠানমালা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ক্ষুদ্র নৃ গোষ্টি পরিবারের জন্য আবাসন/গৃহ নিমার্ণ প্রকল্পে উপজেলার ১৩ পরিবারে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি আশ্রয়হীন/ভূমিহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্প-১ এর পর ক্ষুদ্র নৃ গোষ্টির জন্য আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নের অংশ হিসেবে গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে মোট ক্ষুদ্র নৃ গোষ্টি দরিদ্র পরিবারে গড়ে সাড়ে ৫ লক্ষ টাকা ব্যায়ে মান সম্মত ও আধুনিক ডিজাইনে বাসগৃহ নির্মাণ হয়।
ফলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে উপজেলার সুবিধাভোগী ১৩ পরিবারকে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। উপজেলা নির্বাহী অফিসার তুষার এর সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মার্মা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মার্মা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মার্মা, গুইমারা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ৩ টি ইউনিয়নের ১৩ টি গৃহের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিথিরা। এ সময় হাফছড়ির পথাছড়া পাড়ার রাপ্রু মারমা বলেন, জীবনে কোন দিন ভাবিনি পাকা ঘর বানাতে পারবো। যদিও নিজে পারিনি ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার না পারা কাজটি করে দিয়ে অভিভাবকের দায়িতআব পালন করেছেন। আমরা মনপ্রাণ খুলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আর্শিবাদ করি। সে অনন্তকাল বেঁচে থাকুক। উপজেলা ৩টি ইউনিয়নের মধ্যে সিন্দুকছড়িতে ৫টি, হাফছড়িতে ৪টি ও গুইমারাতে ৪ পরিবারের জন্য ঘর নির্মাণ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প তৃণমূলে বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পিআইও) অফিস।