শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে দখলবাজদের হামলায় নারী সহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার হাজী কাসেম আলীর পুত্র বদিউজ্জামান বাবু শতাধিক ভাড়াটিয়া লোক নিয়ে একই এলাকার আলী হোসেনের জায়গা দখল করতে আসে। এসময় আলী হোসেনের বাড়ির লোকজন দখলে বাঁধা প্রদান করায় বাবুর লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় নারী সহ ওই বাড়ীর ৬ জন আহত হয়।
আলী হোসেনের পুত্র মো. জয়নাল বলেন, বাবুর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী বেশ কিছু দিন ধরে তাদের বসত বাড়ি দখলের পায়তারা করছে। বিষয়টি টের পেয়ে আলালতে আবেদন করলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা অমান্য করে বাবুর নেতৃত্বে সবুজ শেখ, আলমগীর, খলিল, রাহাত, রাকিবসহ শতাধিক লোক হামলা চালিয়ে আলী হোসেনের স্ত্রী রবেদা বেগম (৬৫), কন্যা জিয়াসমিন (২৯), আব্দুল খালেক বেপারীর স্ত্রী ইয়ারুন বেগম (৬০), পুত্র মানিক (৩০), আব্দুল ওহাবের স্ত্রী লিপি (৩১), জয়নালের স্ত্রী নুরজাহান (৩০) কে মারধর করে। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এব্যাপারে বাবুর পক্ষের লোক সবুজ শেখ সাংবাদিকদের জানায়, হামলার বিষয়টি সঠিক নয়। ওয়ারিশ বলে প্রাপ্ত সম্পত্তি গ্রাস করার জন্য জয়নাল গং উল্টো পায়তারা করছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মুনিষ সরকার বলেন, দুই পক্ষই পাল্টা পাল্টি অেিভযোগ দায়ের করেছে।