আব্দুর রকিব, প্রতিনিধিঃ শ্রীনগরে ইছামতি নদীতে গোসল
করতে যেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার
বাড়ৈখালী এলাকার ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,
পার্শ^বর্তি সিরাজদিখান উপজেলার চিত্রকোট গ্রাম থেকে আব্দুস
সাত্তারের সারে ৮ বছরের মেয়ে সামিরা বাড়ৈখালী নানা বাড়ি বেড়াতে
আসে। দুপুরে বাড়ৈখালী বাজারের পূর্ব পাশের ইছামতি নদীতে
গোসল করতে যেয়ে নিখোঁজ হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে
পৌছানোর আগেই নিকট আত্মীয়-স্বজন শিশুর লাশটি উদ্ধার করে।