আব্দর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে
পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জনি শেখ (১৯)
নামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোরের মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীতে
এই ঘটনা ঘটে। জনি ইউনিয়নের কামারগাঁও
গ্রামের নূরু উকিলের ছেলে। এলাকাবাসী
সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে ইউনিয়ন
পরিষদের দক্ষিন পাশে পদ্মায় প্রতিদিনের ন্যায়
গোসল করতে যায় জনি। পানির ¯্রােতে জনিকে
ভাসিয়ে নিয়ে গেলে সে নিখোঁজ হয়।
উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে শ্রীনগর
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে
আসেন। অনেক খোঁজাখুজির পরে একটি
নির্মাণাধীন জাহাজের তল থেকে তার মরদেহ
উদ্ধার করেন তারা। এসময় উপস্থিত ছিলেন ইউপি
চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আবু
রেজওয়ান, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ
এসআই আবুল কালামসহ স্থানীয় ইউপিসদস্যগণ। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন
অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার
সার্ভিস কর্মী ও ঢাকার ডুবোরী দল প্রায় ২
ঘন্টা চেষ্টা চালিয়ে জনির মরদেহ উদ্ধার করা
সম্ভব হয়।