শাহ জালাল, সোনারগাঁয়ে (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে সুমাইয়া (২০) নামে একজন প্রসুতি একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করেছেন। এঘটনায় উপজেলার মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১ আগষ্ট শনিবার রাতে মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রাইভেট হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নাগরীহাট এলাকার হাসান মিয়ার স্ত্রী মোসাম্মৎ সুমাইয়া (২০) প্রসব ব্যাথা নিয়ে শনিবার সকালে হাসপাতালে এসে ভর্তি হয়। চিকিৎসারা রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনে। সন্তান তিনটির মধ্যে দুটি ছেলে এবং একটি মেয়ে।
হাসপাতালের গাইনী চিকিৎসক জানান, মা এবং জমজ তিন বাচ্চা সবাই ভাল আছে। তবে মেয়ে বাচ্চাটি ওজনে কম হয়েছে।
প্রসুতি সুমাইয়ার শাশুড়ি ফজিনা বেগম বলেন, একসাথে তিন নাতি-নাতনী পেয়ে আমরা খুবই খুশি।