কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতির ব্যবস্থাপনায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় হাটহাজারী ফিল্ড হাসপাতাল (প্রাইমারী রেফারেন্স এন্ড আইসোলেশন সেন্টার) যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সাবেক মন্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের প্বার্শ্বস্থ হাটহাজারী পৌর এলাকার সুবেদার পুকুর পাড় এলাকায় ড্রীমল্যান্ড কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারে হাটহাজারী ফিল্ড হাসপাতাল উদ্বোধন করেন।
জাগৃতি সভাপতি এডভোকেট জামাল উদ্দিনের সভাপতিত্ব অনুষ্টানে হাটহাজারী ফিল্ড হাসপাতাল ও টেলিমেডিসিন সেবা উপ-পরিষদ আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্যে হাসপাতালের কার্যক্রম সংক্ষিপ্তাকারে তুলে ধরেন।
প্রধান অতিথি আনিসুল ইসলাম মাহমুদ এমপি হাটহাজারীর স্বাস্থ্যখাতের সেবা-শৃংখলা নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং রোগাক্রান্তদের করনীয়র উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি ইউনিয়ন পর্যায়ে স্থাপিত আইসোলেশন সেন্টারগুলোর প্রদানকৃত সেবার প্রশংসা করে এসব স্থাপনে স্ব স্ব ইউপি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন- হাটহাজারী ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠাতা সংগঠন জাগৃতি অসাধারণ উদ্যোগ নিয়েছে, হাটহাজারীবাসী যাতে ঠিকমতো সেবা পায়, সেজন্য পরিচালনা পরিষদকে সজাগ থাকতে হবে’
এতে অতিথি ছিলেন- উপজেলা নির্বাহি অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সাস্হ্য কর্মকর্তা ডা. এস এম ইমতিয়াজ হোসাইন, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মন্জুরুল আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশান)তৌহিদুল করিম, সাবেক চেয়ারম্যান মো. আলী আজম, আল আরাফাহ ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা’র ম্যানেজার মোহাম্মদ ইসহাক, জাগৃতির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম চৌধূরী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার কামাল ও সিরাজ মেহেদি সহ জাগৃতির কর্মকর্তাবৃন্দ। সাধারণ সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।